Ajker Patrika

সবুজবাগে ছাদ থেকে পড়ে ঢামেক নার্সিং কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২: ৫৯
সবুজবাগে ছাদ থেকে পড়ে ঢামেক নার্সিং কর্মকর্তার মৃত্যু

রাজধানীর সবুজবাগে চরতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আতাউল করিম অপু (৫০) নামে এক নার্সিং কর্মকর্তা মারা গেছেন। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও ২ নম্বর রোডের ১১৯ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফিরোজা পারভিন জানান, সবুজবাগের নিজের চারতলা বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ভোরে ফজরের নামাজ শেষে চারতলার ছাদে ওঠেন ব্যায়াম করতে। বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল ছিল। ছাদের পাশে দাঁড়িয়ে নিচের দিকে দেখার সময় সেখান থেকেই নিচে পড়ে যান। 

মৃত অপুকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, ভোরে রাস্তায় রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। পরে কয়েকজন মিলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপুর সহকর্মী এনামুল হাসান জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। তাঁর বাবার নাম মৃত হাবিবুর রহমান। তাঁর স্ত্রী শাহিন আক্তার সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। একমাত্র মেয়ে শুভ্রা ও স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসায় থাকতেন। ঢামেক হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক অফিসে দায়িত্বরত ছিলেন অপু।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য সবুজবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত