Ajker Patrika

কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনে ‘বাংলা ব্লকেড’ আন্দোলনে নামছেন জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা 
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭: ৩৮
কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনে ‘বাংলা ব্লকেড’ আন্দোলনে নামছেন জবি শিক্ষার্থীরা

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো কোটা সংস্কার আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৩টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৩টা ৩০ মিনিট) ক্যাম্পাসে প্রায় ১ হাজার শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। আরও শিক্ষার্থী জড়ো হচ্ছেন।

আন্দোলনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ষষ্ঠ দিনে এসেও আমাদের দাবি মানা হয়নি। তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করব।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে তাঁতিবাজারে গিয়ে আন্দোলন করার প্ল্যান। এরপর গুলিস্তানে যাওয়ারও প্ল্যান আছে আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব।’

যে চার দফা দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা—২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত