Ajker Patrika

বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ড: আগুনের চেয়ে ক্ষতি বেশি পানিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০: ৩৮
বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ড: আগুনের চেয়ে ক্ষতি বেশি পানিতে

রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।

আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।

নেহা বুকসের স্বত্বাধিকারী নাইম হোসেন বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।’

আলম বুকস কর্ণারের বিক্রয়কর্মী বদিউল বলেন, ‘মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ফারহান বুকসের একজন বিক্রয়কর্মী জানান, দোতলার একটা দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

ওই বিক্রয়কর্মী বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মাত্র একটা ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটেই তাঁদের পানি শেষ হয়ে যায়। এরপর বাকি ইউনিটগুলো আসতে ২০ মিনিটের বেশি সময় লাগে। তাঁরা যদি আরেকটু আগে আসত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো।’

আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘নীলক্ষেতের আগুনের সূত্রপাত দোতলা থেকে। আমরা অনুমান করছি, দোতলায় যারা কাজ করে তাঁরা হয় তো কোনো ইলেকট্রনিক লাইট জ্বালিয়ে রেখে যান।’

ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান দোতলায় বেশি। ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় আগুনে ক্ষতি হয়নি।’

সাপ্তাহিক বন্ধের দিনেও অনেক দোকান খোলা ছিল বলে অনেকে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ থাকে। আমরা আগুন লাগার খবর পেয়ে এসেছি।’

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ১০টি ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত