Ajker Patrika

রাজনীতিতে ভণ্ডের সংখ্যা বেশি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজনীতিতে ভণ্ডের সংখ্যা বেশি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যুবকদের রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত। দেশের জন্য ভালো কিছু করা উচিত। না বুঝে রাজনীতি করা উচিত না। রাজনীতিতে ভণ্ডের সংখ্যা বেশি। এদের কবলে পড়ে জীবন যেন অসুন্দর না হয়, সে জন্য জেনে বুঝে পদক্ষেপ নিতে হবে। 

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। 

দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমি জানি না এর শেষ পরিণতি কী? আমি অবাক হই, পৃথিবীর অন্য দেশ যখন আমাদের দেশকে ছোট করে, তখন আমাদের দেশের কিছু মানুষ হাততালি দেয়। আমি যেই ব্রিটিশদের গোলামি করেছি ২০০ বছর, এখনো আমরা সেই মনোভাব থেকে বের হতে পারি নাই।’ 
 
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নানান প্রজেক্ট হওয়ার কথা রয়েছে। আমি বলেছি, এগুলো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে হবে। কেউ কেউ এটা সরিয়ে নিতে চায়। যদি সেই চেষ্টা করা হয়, তাহলে আমি মাঠে নামব। আমি এখান থেকে যেতে দেব না। যেখানে চেয়েছি, সেখানেই হতে হবে। আমি যদি রাস্তায় নামি নারায়ণগঞ্জের ছাত্রছাত্রীরা আমার সাথে রাস্তায় নামবেন।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমি বলব না আপনারা ছাত্রলীগ করেন। আপনারা শুধু দেশকে ভালোবাসবেন। আমি আপনাদের মধ্যে তারুণ্য দেখি না, যখন গরিব শ্রমিকের পেটে লাথি মারা হয়, তখন কোথায় থাকে ছাত্র সমাজ? আমি সাহস দেখে অবাক হই। এরশাদ সাহেব আমাদের জায়গা দখল করতে আসলো, একটা ছাত্রকেও তারা সরাতে পারেনি। উল্টো আমরা সেখানে মহিলা হোস্টেল তৈরি করেছি। আর এখন সিটি করপোরেশন এসে তোলারামের প্রস্তাবিত ভবনের জায়গায় পানির মোটর লাগাতে চায়। কি করব বলেন? পানির মোটর করব নাকি দশতলা ভবন?’ 

শামীম ওসমান বলেন, ‘আমি সকল ছাত্রকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানাব। ভণ্ডামি চলবে চারদিকে, আমি নিজেও করতে পারি। সেটা আপনাকে টেস্ট বা পরীক্ষা করতে হবে। নটঙ্গি দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। রাজনীতি মানে এখন ব্যবসা হয়ে গেছে। শতকোটি টাকার বাড়ি বানায়, ইনকাম ট্যাক্সের খাতায় ১০ লাখও নাই। এনবিআর, দুদক কী করে তাও বুঝি না। মুখ খুলতে চাই না। সময় হলে খুলব।’ 

শামীম ওসমান সিটি করপোরেশনের উদ্দেশে বলেন, ‘আমি সিটি করপোরেশনকে অনুরোধ করব, ট্যাক্সের টাকায় সিটি করপোরেশন চলে। তোলারামের জায়গায় হাত দেবেন না। এখানে মসজিদ হবে, ১০ তলা ভবন হবে। কিছু কিছু মুখোশ উন্মোচন করার দরকার আছে। যারা নারায়ণগঞ্জে নানান কথা বলেন, তারা হিসেব করে কথা বইলেন। আমি যদি মুখ খুলি তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত