Ajker Patrika

কিশোরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা ভিপি সুমন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫০
কিশোরগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা ভিপি সুমন গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে ভিপি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের আখড়া বাজারের বাসা থেকে র‍্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানার পুলিশ। সাইফুল ইসলাম সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন করিমগঞ্জ থানায় ২০২২ সালে দায়ের করা একটি নাশকতা মামলার আসামি। তাঁকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানায় আনা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি। সাইফুল ইসলাম সুমনও বাবার পথ ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সুমনকে তাঁর বাবার স্বাধীন করা দেশে বিজয় দিবস পালন করতে দেওয়া হয়নি। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত