নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ডেমরা থানাধীন সান্দিয়া কালুঘাট এলাকার মানিক মেম্বারের ছেলে শিপু মিয়ার (স্থানীয় বিএনপি নেতা) হয়ে জেল খাটা আল–আমিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান কোতোয়ালি থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের দিকে কারাগার থেকে আল আমিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। সুনামি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ারুল হক কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় আল আমিন ছাড়াও যার পরিবর্তে তিনি জেল খাটছেন সেই শিপু মিয়া ও ফিরোজ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে ডেমরা থানায় করা একটি নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত বছর বিএনপির নেতা–কর্মীসহ শিপু মিয়ার আড়াই বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময় শিপু মিয়া পলাতক ছিলেন।
শিপু মিয়া নামে গত ২৫ ফেব্রুয়ারি আল আমিন আইনজীবীর মাধ্যমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর গত ৩ মার্চ অনলাইনে কারাগারে থাকা আসামিদের ডেটাবেইস চেক করতে গেলে শিপু মিয়ার জাতীয় পরিচয়পত্র নম্বরে সার্চ দিলে কারা কর্তৃপক্ষ দেখতে পায়, যে ব্যক্তি কারাগারে রয়েছেন তিনি শিপু মিয়া নন। কারাগারে থাকা ব্যক্তি আল আমিন। তাঁর বাবার নাম জালাল ব্যাপারী। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘড়া গ্রামে তাঁর বাড়ি।
কারা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক আদালতকে জানালে আদালতের নির্দেশে কারাগারে থাকা ওই আসামিকে ৪ মার্চ হাজির করা হয়। আদালতে এসে আল আমিন স্বীকার করেন তিনি কোনো আসামি নন।
আল আমিন আদালতকে জানান, তিন বছর আগে সানারপাড় মৌচাকের ‘সুস্থ জীবন’ মাদকাসক্ত ক্লিনিকে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন। হাসপাতালটি বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালের মালিক ফিরোজ ফোনকল করে হাসপাতাল চালু করার জন্য আদালতে দাঁড়াতে হবে বলে আল আমিনকে এক নারী আইনজীবীর চেম্বারে নিয়ে যান। এর জন্য তাঁকে ২০ হাজার টাকা দেন ফিরোজ।
আল আমিন আরও জানান, তাঁর এনআইডি কার্ড জাল করে আল আমিনের স্থলে শিপু মিয়া নাম অন্তর্ভুক্ত করা হয়।
এরপর মূল আসামি শিপু মিয়ার জায়গায় আল আমিনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে উপস্থাপন করিয়ে একটি মামলায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আলামিনের এই বক্তব্য গ্রহণ করে আদালত বেঞ্চ সহকারীকে তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
রাজধানীর ডেমরা থানাধীন সান্দিয়া কালুঘাট এলাকার মানিক মেম্বারের ছেলে শিপু মিয়ার (স্থানীয় বিএনপি নেতা) হয়ে জেল খাটা আল–আমিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান কোতোয়ালি থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের দিকে কারাগার থেকে আল আমিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। সুনামি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ারুল হক কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় আল আমিন ছাড়াও যার পরিবর্তে তিনি জেল খাটছেন সেই শিপু মিয়া ও ফিরোজ নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে ডেমরা থানায় করা একটি নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত বছর বিএনপির নেতা–কর্মীসহ শিপু মিয়ার আড়াই বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময় শিপু মিয়া পলাতক ছিলেন।
শিপু মিয়া নামে গত ২৫ ফেব্রুয়ারি আল আমিন আইনজীবীর মাধ্যমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর গত ৩ মার্চ অনলাইনে কারাগারে থাকা আসামিদের ডেটাবেইস চেক করতে গেলে শিপু মিয়ার জাতীয় পরিচয়পত্র নম্বরে সার্চ দিলে কারা কর্তৃপক্ষ দেখতে পায়, যে ব্যক্তি কারাগারে রয়েছেন তিনি শিপু মিয়া নন। কারাগারে থাকা ব্যক্তি আল আমিন। তাঁর বাবার নাম জালাল ব্যাপারী। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘড়া গ্রামে তাঁর বাড়ি।
কারা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক আদালতকে জানালে আদালতের নির্দেশে কারাগারে থাকা ওই আসামিকে ৪ মার্চ হাজির করা হয়। আদালতে এসে আল আমিন স্বীকার করেন তিনি কোনো আসামি নন।
আল আমিন আদালতকে জানান, তিন বছর আগে সানারপাড় মৌচাকের ‘সুস্থ জীবন’ মাদকাসক্ত ক্লিনিকে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন। হাসপাতালটি বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালের মালিক ফিরোজ ফোনকল করে হাসপাতাল চালু করার জন্য আদালতে দাঁড়াতে হবে বলে আল আমিনকে এক নারী আইনজীবীর চেম্বারে নিয়ে যান। এর জন্য তাঁকে ২০ হাজার টাকা দেন ফিরোজ।
আল আমিন আরও জানান, তাঁর এনআইডি কার্ড জাল করে আল আমিনের স্থলে শিপু মিয়া নাম অন্তর্ভুক্ত করা হয়।
এরপর মূল আসামি শিপু মিয়ার জায়গায় আল আমিনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে উপস্থাপন করিয়ে একটি মামলায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আলামিনের এই বক্তব্য গ্রহণ করে আদালত বেঞ্চ সহকারীকে তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
১ সেকেন্ড আগেবান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগে