গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার নামে (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
আজ সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রী উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনেরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি। মরদেহর পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’
ধনুয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণি রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। আজ সকালে তার স্বজনেরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’’
ওসি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার নামে (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
আজ সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রী উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনেরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি। মরদেহর পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’
ধনুয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণি রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। আজ সকালে তার স্বজনেরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’’
ওসি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ২ হাজার ৬৬০ একর উঁচু-নিচু পাহাড়ি জমিতে গড়ে ওঠে নেপচুন চা-বাগান। এখানে কাজ করেন প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক। তাঁদের পদচারণায় নেপচুনের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। গত বছর (জানুয়ারি–ডিসেম্বর ২০২৪) এ বাগানে উৎপাদন হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০০ কেজি চা।
৫ মিনিট আগে২০১৮ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট আয়তনের জায়গায় নির্মিত পানি শোধনাগারটির পরিকল্পনার মধ্যে ছিল পাশের ধলেশ্বরী নদী থেকে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার
১১ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবন সুরাইয়া...
২৫ মিনিট আগেকুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৮ মিনিট আগে