গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর-কোটাখোল সড়কে দুর্গাপুর গ্রামের কালী মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- সদর উপজেলার ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মাহিম শেখ ওরফে মারুফ শেখ (১৪)। আর মোটরসাইকেলের থেকে ছিটকে পড়ে বেঁচে যায় তাদেরই বন্ধু ইব্রাহীম।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, আজ শুক্রবার সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর কালী মন্দিরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাহিম ও বাঁধন মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং মাহিম শেখ ওরফে মারুফ শেখ স্থানীয় পাচুরিয়া আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ইব্রাহীম বলেন, মোড় ঘোরার সময় মোটরসাইকেলের গতি ছিল ৮০ কিলোমিটারের ওপরে। এ সময় অপর দিক থেকে একটি ইজিবাইক আসতেছিল। তখন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আমি মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে বাগানের মধ্যে পড়ে যাই। একজন গাছের সঙ্গে ধাক্কা খায় এবং একজন গাড়ির নিচে চাপা পড়ে।
নিহত মাহিম শেখের বাবা পলাশ শেখ জানান, আমার ভাগ্নি জামাই (মাহিমের ফুপাতো ভগ্নিপতি) আজিজুল গাজী মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আজিজুল গাজী আমাদের পরিবারের সঙ্গে কথা বলতেছিল। এই ফাঁকে মাহিম তার ভগ্নিপতির মোটরসাইকেলের চাবিটি নিয়ে তার বন্ধু বাঁধনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর থানার এসআই মোরাদ হোসেন।
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর-কোটাখোল সড়কে দুর্গাপুর গ্রামের কালী মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- সদর উপজেলার ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মাহিম শেখ ওরফে মারুফ শেখ (১৪)। আর মোটরসাইকেলের থেকে ছিটকে পড়ে বেঁচে যায় তাদেরই বন্ধু ইব্রাহীম।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস জানান, আজ শুক্রবার সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর কালী মন্দিরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাহিম ও বাঁধন মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং মাহিম শেখ ওরফে মারুফ শেখ স্থানীয় পাচুরিয়া আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ইব্রাহীম বলেন, মোড় ঘোরার সময় মোটরসাইকেলের গতি ছিল ৮০ কিলোমিটারের ওপরে। এ সময় অপর দিক থেকে একটি ইজিবাইক আসতেছিল। তখন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আমি মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে বাগানের মধ্যে পড়ে যাই। একজন গাছের সঙ্গে ধাক্কা খায় এবং একজন গাড়ির নিচে চাপা পড়ে।
নিহত মাহিম শেখের বাবা পলাশ শেখ জানান, আমার ভাগ্নি জামাই (মাহিমের ফুপাতো ভগ্নিপতি) আজিজুল গাজী মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আজিজুল গাজী আমাদের পরিবারের সঙ্গে কথা বলতেছিল। এই ফাঁকে মাহিম তার ভগ্নিপতির মোটরসাইকেলের চাবিটি নিয়ে তার বন্ধু বাঁধনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর থানার এসআই মোরাদ হোসেন।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৭ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে