নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংখ্যালঘুদের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ চলতি অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে আগামী ৪ নভেম্বর মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতি সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এমন হুঁশিয়ারি দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সমাবেশ শেষে ঐক্য পরিষদের নেতা–কর্মীরা কদম ফোয়ারা, পুরানা পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন।
রানা দাশগুপ্ত বলেন, ‘আজকে ৬ অক্টোবর আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার কথা ছিল। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কবির বিন আনোয়ার সাহেব অনশনস্থলে বলেছিলেন, এই অক্টোবর মাসে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী এ মাসে জাতীয় সংসদে সংখ্যালঘু কমিশন গঠনের আহ্বান জানাই।’
আওয়ামী লীগ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা লক্ষ মানুষের সমাবেশ করব। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে ৪ নভেম্বরের বক্তব্য হবে এক। আর যদি না হয়, তাহলে যে সিদ্ধান্ত আসবে, তার জন্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা দায়ী থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন— হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদে অন্যতম সভাপতি উষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।
আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে প্রতিশ্রুতিগুলো হলো: ১. অর্পিত সম্পত্তি সংশোধনী আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। ২. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা। সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। ৩. সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জমি, জলাধার ও বন এলাকায় অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশনের কার্যক্রম অব্যাহত রাখা। অনগ্রসর ও অনুন্নত ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও চা বাগান শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা এবং সুযোগ–সুবিধা অব্যাহত রাখা। ৪. সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও অন্যান্য অন্যায় ব্যবস্থার অবসান করা। ৫. ক্ষুদ্র জাতিসত্তা ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।
সংখ্যালঘুদের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ চলতি অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে আগামী ৪ নভেম্বর মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতি সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এমন হুঁশিয়ারি দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সমাবেশ শেষে ঐক্য পরিষদের নেতা–কর্মীরা কদম ফোয়ারা, পুরানা পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন।
রানা দাশগুপ্ত বলেন, ‘আজকে ৬ অক্টোবর আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার কথা ছিল। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কবির বিন আনোয়ার সাহেব অনশনস্থলে বলেছিলেন, এই অক্টোবর মাসে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী এ মাসে জাতীয় সংসদে সংখ্যালঘু কমিশন গঠনের আহ্বান জানাই।’
আওয়ামী লীগ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা লক্ষ মানুষের সমাবেশ করব। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে ৪ নভেম্বরের বক্তব্য হবে এক। আর যদি না হয়, তাহলে যে সিদ্ধান্ত আসবে, তার জন্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা দায়ী থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন— হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদে অন্যতম সভাপতি উষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।
আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে প্রতিশ্রুতিগুলো হলো: ১. অর্পিত সম্পত্তি সংশোধনী আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। ২. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা। সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। ৩. সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জমি, জলাধার ও বন এলাকায় অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশনের কার্যক্রম অব্যাহত রাখা। অনগ্রসর ও অনুন্নত ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও চা বাগান শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা এবং সুযোগ–সুবিধা অব্যাহত রাখা। ৪. সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও অন্যান্য অন্যায় ব্যবস্থার অবসান করা। ৫. ক্ষুদ্র জাতিসত্তা ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।
‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
২ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৩ ঘণ্টা আগে