শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে কাজ করার সময় ব্লকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। রবিউল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার খালিশচাপানি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে পদ্মা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। বর্তমানে ওই প্রকল্পের চরআত্রা ঘাটে কংক্রিটের তৈরি ব্লক বসানো হচ্ছে। আরও অনেক শ্রমিকের সঙ্গে সেখানে কাজ করছিলেন রবিউল ইসলাম। আজ শনিবার সকালে প্রকল্প এলাকায় মাহেন্দ্র থেকে ব্লক নামানোর সময় মেশিনে ত্রুটি দেখা দেয়। বিষয়টি সমাধানে এগিয়ে আসেন রবিউল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রতে থাকা ব্লক তাঁর শরীরের ওপর পড়ে যায়। ব্লকের নিচে চাপা পড়েন রবিউল।
অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
রবিউলের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ২৩ জনের একটি দল ১০ দিন যাবৎ নড়িয়ার চরাত্রায় পদ্মার তীরে ব্লক বসানোর কাজ করছিলাম। আমাদের বাড়ি নীলফামারী জেলায়। আজ সকালে মাহেন্দ্র থেকে ব্লক নামানোর সময় চাপা পড়েন রবিউল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।’
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে কাজ করার সময় ব্লকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। রবিউল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার খালিশচাপানি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে পদ্মা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। বর্তমানে ওই প্রকল্পের চরআত্রা ঘাটে কংক্রিটের তৈরি ব্লক বসানো হচ্ছে। আরও অনেক শ্রমিকের সঙ্গে সেখানে কাজ করছিলেন রবিউল ইসলাম। আজ শনিবার সকালে প্রকল্প এলাকায় মাহেন্দ্র থেকে ব্লক নামানোর সময় মেশিনে ত্রুটি দেখা দেয়। বিষয়টি সমাধানে এগিয়ে আসেন রবিউল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রতে থাকা ব্লক তাঁর শরীরের ওপর পড়ে যায়। ব্লকের নিচে চাপা পড়েন রবিউল।
অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
রবিউলের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ২৩ জনের একটি দল ১০ দিন যাবৎ নড়িয়ার চরাত্রায় পদ্মার তীরে ব্লক বসানোর কাজ করছিলাম। আমাদের বাড়ি নীলফামারী জেলায়। আজ সকালে মাহেন্দ্র থেকে ব্লক নামানোর সময় চাপা পড়েন রবিউল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।’
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৮ মিনিট আগে