Ajker Patrika

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৫
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় একটি এবং দক্ষিণ মিয়াপাড়ার আবু সাইদ সড়কের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক গণেশ বিশ্বাস।

উপপরিদর্শক গণেশ বিশ্বাস জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে খুলনাগামী একটি ট্রাকচাপায় ভ্যানচালক রাজু শেখ নিহত (২৪) হন। রাজু সদর উপজেলার ঘোনাপাড়া  এলাকা থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলার দিকে আসছিলেন। পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই  রাজুর মৃত্যু হয়। রাজু শেখ খুলনা জেলার তেরখাদা থানার হাতিশুরা গ্রামের আবু বক্কর শেখের ছেলে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। 

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মিয়াপাড়ার আবু সাইদ সড়কের সামনে বেলা ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক পথচারী নিহত হন।  রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলচালক হান্নান ফকিরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলচালক সুদিপ্ত বণিক গুরুতর আহত হন। সুদিপ্ত বণিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হান্নান শেখ গোপালগঞ্জ পৌরসভার বিশ্বাসবাড়ী রোডের মৃত কাদের ফকিরের ছেলে। নিশ্চিত করেছেন উপপরিদর্শক গণেশ বিশ্বাস। ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত