হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে হারকান্দি ইউনিয়নের চরাঞ্চলের মির্জানগরে গ্রাম বাংলার এতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার চরের কোলে (শাখা নদী) এ পলো বাইচ অনুষ্ঠিত হয়।
বাইচে অংশ নেওয়া শৌখিন মাছ শিকারিরা জানান, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে থেকে দুই শতাধিক শৌখিন মাছ শিকারি পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরেন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘মাছ ধরা আমার পেশা নয়। আমরা সবাই শৌখিন মাছ শিকারি। ৩ কেজিরও বেশি ওজনের একটি গ্রাসকার্প মাছ পেয়েছি। মাছটি পেয়ে আনন্দে আত্মহারা।’
মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি এলাকার বাবলু বলেন, ‘কেউ মোটরসাইকেল করে, আবার কেউ হ্যালোবাইক, নছিমন ভাড়া করে বাইচে এসেছেন। আমি ছোট একটা শোল পাইছি।’
শৌখিন মাছ শিকারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া এলাকার আওয়াল ও সুমন বলেন, ২০০ টাকা করে অটো ভাড়া করে মাছ ধরতে আসছি। বিলে বড় মাছ কম। এর আগেও পলো বাইচ হইছে। আজ ছোট মাছ পাইছি। আজকের পলো উৎসবে আমরা অনেক আনন্দ করেছি।
গোপীনাথপুরের উত্তরপাড়ার আসলাম বলেন, ‘আজ মাছ পেছলোনা (পোলোতে আটকায়নি)। তয় চেষ্টা করছি ধরার।’
হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী বাঁধন সাহা বলেন, ‘এখন তো নদী আর বিলে তেমন মাছ নেই। খাল-বিলে আর কী থাকবে? তারপরও ইছামতী নদী, দিয়ার বিল ও ফোজনগরে ও মির্জানগরে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, শৌখিন মাছ শিকারি বলে কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোনো কমতি থাকে না।
মানিকগঞ্জের হরিরামপুরে হারকান্দি ইউনিয়নের চরাঞ্চলের মির্জানগরে গ্রাম বাংলার এতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার চরের কোলে (শাখা নদী) এ পলো বাইচ অনুষ্ঠিত হয়।
বাইচে অংশ নেওয়া শৌখিন মাছ শিকারিরা জানান, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে থেকে দুই শতাধিক শৌখিন মাছ শিকারি পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরেন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘মাছ ধরা আমার পেশা নয়। আমরা সবাই শৌখিন মাছ শিকারি। ৩ কেজিরও বেশি ওজনের একটি গ্রাসকার্প মাছ পেয়েছি। মাছটি পেয়ে আনন্দে আত্মহারা।’
মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি এলাকার বাবলু বলেন, ‘কেউ মোটরসাইকেল করে, আবার কেউ হ্যালোবাইক, নছিমন ভাড়া করে বাইচে এসেছেন। আমি ছোট একটা শোল পাইছি।’
শৌখিন মাছ শিকারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া এলাকার আওয়াল ও সুমন বলেন, ২০০ টাকা করে অটো ভাড়া করে মাছ ধরতে আসছি। বিলে বড় মাছ কম। এর আগেও পলো বাইচ হইছে। আজ ছোট মাছ পাইছি। আজকের পলো উৎসবে আমরা অনেক আনন্দ করেছি।
গোপীনাথপুরের উত্তরপাড়ার আসলাম বলেন, ‘আজ মাছ পেছলোনা (পোলোতে আটকায়নি)। তয় চেষ্টা করছি ধরার।’
হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী বাঁধন সাহা বলেন, ‘এখন তো নদী আর বিলে তেমন মাছ নেই। খাল-বিলে আর কী থাকবে? তারপরও ইছামতী নদী, দিয়ার বিল ও ফোজনগরে ও মির্জানগরে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, শৌখিন মাছ শিকারি বলে কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোনো কমতি থাকে না।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে