নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমার স্ত্রী বাড়িতে থাকে, সেখানেই টিকা নিয়েছে। কিন্তু স্থায়ীভাবে কোথাও না থাকায় এত দিন টিকা নিতে পারিনি। এভাবে যে টিকা পাব আশা করিনি। ভালো লাগছে।’ এক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন রাজমিস্ত্রি ইমরান হোসেন (৪২)।
তাঁর মতো শত শত নারী-পুরুষ টিকা নিতে আজ রোববার রাতে হাজির হয়েছেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৬শ জন অস্থায়ীভাবে বসবাসরত মানুষ টিকা নিয়েছেন। অপেক্ষায় আছেন আরও কয়েকশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হয় অস্থায়ীভাবে বসবাসরত এসব মানুষদের টিকাদান কার্যক্রম। রাত সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।
ভাসমানদের টিকা দেওয়ার ঘোষণা আগে দেওয়ায় বিকেল থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে টিকার অপেক্ষা করতে থাকেন শত শত মানুষ। পরে উদ্বোধনের পর একে একে টিকা নেন তাঁরা। আজ প্রায় এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার কমলাপুর, মুগদা ও খিলগাঁও এলাকার ভাসমানদের টিকা দেওয়ার কথা রয়েছে।
রাত সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে ভাসমানদের মানুষদের দীর্ঘ সারি। তিনটি বুথের একটিতে নারী ও দুটিতে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে।
পাশে টিকার জন্য অপেক্ষা করছেন গার্মেন্টস কর্মী ইয়াসমিন। বিশ বছর বয়সী ইয়াসমিন জানান, ‘নিবন্ধন করতে চাইছিলাম, কিন্তু পরে শুনি এমনে দেবে। তাই, এখানে এসেছি টিকা নিতে।’
টিকাদান কার্যক্রমের ইনচার্জ ডা. মোহাম্মদ দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অন্তত এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের। কিন্তু মানুষের ভিড় অনেক বেশি, তাই অধিদপ্তরকে জানানো হচ্ছে। টিকা আরও দিলে দেওয়া হবে। রাত ১১টা পর্যন্ত আমরা টিকা দিতে চাই।’
ভাসমান এসব মানুষকে গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মত প্রয়োগ হওয়া এই টিকা রয়েছে ৩ লাখ ৩৬ হাজার।
এর আগে একই দিন সকালে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া (দাওরায়ে হাদিস) নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে এই কার্যক্রমে উদ্বোধন করেন স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিন টিকা নেয় প্রায় ৬শ মাদ্রাসা শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছরের পাশাপাশি যাদের বয়স ১৮ বছর কিংবা বেশি তাঁরাও এদিন টিকা নেন। নিবন্ধন করেও এসএমএস না আসায় স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা নেন সতেরোর্ধ্ব এক শ জন শিক্ষার্থী। আঠারো বছরের নিচে শিশুদের দেওয়া হয় ফাইজারের টিকা। আর বাকিদের দেওয়া হয় চীনের সিনোফার্ম টিকা।
‘আমার স্ত্রী বাড়িতে থাকে, সেখানেই টিকা নিয়েছে। কিন্তু স্থায়ীভাবে কোথাও না থাকায় এত দিন টিকা নিতে পারিনি। এভাবে যে টিকা পাব আশা করিনি। ভালো লাগছে।’ এক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন রাজমিস্ত্রি ইমরান হোসেন (৪২)।
তাঁর মতো শত শত নারী-পুরুষ টিকা নিতে আজ রোববার রাতে হাজির হয়েছেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৬শ জন অস্থায়ীভাবে বসবাসরত মানুষ টিকা নিয়েছেন। অপেক্ষায় আছেন আরও কয়েকশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হয় অস্থায়ীভাবে বসবাসরত এসব মানুষদের টিকাদান কার্যক্রম। রাত সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।
ভাসমানদের টিকা দেওয়ার ঘোষণা আগে দেওয়ায় বিকেল থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে টিকার অপেক্ষা করতে থাকেন শত শত মানুষ। পরে উদ্বোধনের পর একে একে টিকা নেন তাঁরা। আজ প্রায় এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার কমলাপুর, মুগদা ও খিলগাঁও এলাকার ভাসমানদের টিকা দেওয়ার কথা রয়েছে।
রাত সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে ভাসমানদের মানুষদের দীর্ঘ সারি। তিনটি বুথের একটিতে নারী ও দুটিতে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে।
পাশে টিকার জন্য অপেক্ষা করছেন গার্মেন্টস কর্মী ইয়াসমিন। বিশ বছর বয়সী ইয়াসমিন জানান, ‘নিবন্ধন করতে চাইছিলাম, কিন্তু পরে শুনি এমনে দেবে। তাই, এখানে এসেছি টিকা নিতে।’
টিকাদান কার্যক্রমের ইনচার্জ ডা. মোহাম্মদ দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অন্তত এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের। কিন্তু মানুষের ভিড় অনেক বেশি, তাই অধিদপ্তরকে জানানো হচ্ছে। টিকা আরও দিলে দেওয়া হবে। রাত ১১টা পর্যন্ত আমরা টিকা দিতে চাই।’
ভাসমান এসব মানুষকে গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মত প্রয়োগ হওয়া এই টিকা রয়েছে ৩ লাখ ৩৬ হাজার।
এর আগে একই দিন সকালে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া (দাওরায়ে হাদিস) নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে এই কার্যক্রমে উদ্বোধন করেন স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিন টিকা নেয় প্রায় ৬শ মাদ্রাসা শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছরের পাশাপাশি যাদের বয়স ১৮ বছর কিংবা বেশি তাঁরাও এদিন টিকা নেন। নিবন্ধন করেও এসএমএস না আসায় স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা নেন সতেরোর্ধ্ব এক শ জন শিক্ষার্থী। আঠারো বছরের নিচে শিশুদের দেওয়া হয় ফাইজারের টিকা। আর বাকিদের দেওয়া হয় চীনের সিনোফার্ম টিকা।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৮ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১৩ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১৬ মিনিট আগে