নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে এই অভিযান শুরু হয়। অভিযানে ইট, বালু ও পাথরের আড়তসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট—পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’
গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।
রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকালে এই অভিযান শুরু হয়। অভিযানে ইট, বালু ও পাথরের আড়তসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট—পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’
গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে