Ajker Patrika

বিশ্বের অনেক উন্নত দেশও এখন বিদ্যুৎ সাশ্রয়নীতি অবলম্বন করছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২২, ২২: ৫৩
বিশ্বের অনেক উন্নত দেশও এখন বিদ্যুৎ সাশ্রয়নীতি অবলম্বন করছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকার গঠনের আগে ৪০ শতাংশের কম মানুষ বিদ্যুৎ সুবিধা পেত। আজকে শতভাগ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। কিন্তু দোরগোড়ায় পৌঁছে গেলেও সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান কোনোভাবেই ভুল নয়। বিশ্বের অনেক উন্নত দেশও এখন বিদ্যুৎ সাশ্রয়নীতি অবলম্বন করছে । আমি যখন রুমে থাকব না তখন বাতিটা জ্বালিয়ে রাখা বা পাখাটা চালিয়ে রাখা কখনই সমীচীন নয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহ্বান যথার্থ। ফ্রান্সসহ বিশ্বের উন্নত দেশগুলোতেও এই অনুরোধ জানানো হয়েছে। সমালোচকদেরও অনুরোধ জানাই তারাও যেন এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করে।’ 

সমালোচকদের বিশ্ব পরিস্থিতির দিকে তাকানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট শুরু হয়েছে এবং জ্বালানি এবং এর পরিবহন মূল্য দুটিই অস্বাভাবিক বেড়ে গেছে। আজকে অস্ট্রেলিয়াতে লাখ লাখ পরিবারকে বলা হয়েছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য। সেখানে কোনো অঙ্গরাজ্যে ১০ ঘণ্টা, কোনো অঙ্গরাজ্যে ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ইউরোপে যেখানে কোনো সময় বিদ্যুৎ যায় না সেখানেও লোডশেডিং হচ্ছে। জাতিসংঘের স্থায়ী পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সের মতো দেশেও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বলা হয়েছে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে বিদ্যুৎ খাত মূলত জ্বালানিনির্ভর। কয়লাভিত্তিক বিদ্যুৎ সব কেন্দ্র পুরোপুরিভাবে উৎপাদনে আসেনি। সে কারণে সরকার গত বছর বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা এবং জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এরপরও প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, হ্যারিকেন এখন সাজিয়ে রাখার বিষয়। কারণ হ্যারিকেনের ব্যবহার আর নেই।’ 

হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপিকে পেছনে ফিরে তাকানোর জন্য অনুরোধ জানাব। মানুষ যখন বিদ্যুতের দাবি তুলেছিল তখন গুলি করে মানুষকে হত্যা করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত