Ajker Patrika

সখীপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ২৫ মে ২০২৫, ২০: ৫৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে লাকী আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তরুণীর পরিবারের অভিযোগ, প্রেমিকের প্ররোচনায় আত্মহত্যা করেছেন লাকী।

লাকী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উখারিয়াচালা এলাকার আফাজ উদ্দিনের মেয়ে। আফাজ উদ্দিন দাবি করেছেন, একটি ছেলে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা জুগিয়েছেন। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

মৃতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালের খাবার শেষে লাকীর বাবা আফাজ উদ্দিন কাজের উদ্দেশ্যে বাইরে বের হন। কাজ শেষে বেলা ১টার দিকে বাড়িতে ফিরে বাড়ির বাইরের ফটক তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন।

লাকীর চাচা লাল মিয়া জানান, লাকীর সঙ্গে উপজেলার কালিদাস গ্রামের সোহাগ নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে বিয়ের কথাবার্তাও চলছিল। এ সুবাদে তাঁদের নিয়মিত মোবাইল ফোনে কথাবার্তা হতো। আজ সকালেও সেই ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর অভিমানে লাকী আত্মহত্যার সিদ্ধান্ত নেন। লাকীর বাবা আফাজ উদ্দিন বলেন, ‘সোহাগের সঙ্গে কথাবার্তা বলেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় সোহাগের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা আজকের পত্রিকাকে বলেন, লাকীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাকীর বাবা মামলা করতে চাইলে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত