ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছেন এক তরুণী (২১)। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে প্রেমিক আল-আমিনের (২৩) বাড়িতে এই অবস্থান শুরু করেন তিনি। বিয়ে না করলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছেন।
গতকাল রোববার বেলা ৩টায় ওই বাড়িতে অবস্থান নেন তরুণী। এদিকে খবর পেয়ে আল-আমিনসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছেন।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আল-আমিন একই গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং তরুণী পার্শ্ববর্তী রাউৎবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন।
আজ সোমবার দুপুরে কথা হয় প্রেমিকের বাড়িতে অনশনরত ওই তরুণীর সঙ্গে। এ সময় তরুণী বলেন, ‘মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে আল-আমিন আমাকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি আমার পরিবারকে জানালে প্রতিবেশী এক ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। বিয়ের পরেও আল আমিন বিরক্ত করত। একপর্যায়ে আল-আমিনের প্রেমের ফাঁদে পা দেই। ওই সময় থেকে স্বামী বাড়ি না থাকায় আল-আমিন আমার সঙ্গে শারীরিক মেলামেশা করে।’
তরুণী বলেন, ‘সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে আল-আমিন রাতে তার কর্মস্থল জামালপুরে নিয়ে যায়। পরে শেরপুর নিয়ে আসে এবং সেখানে একটি নির্জন বাসায় চার দিন আটকে রেখে শারীরিক মেলামেশা করে। বিয়ের কথা বলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে চলে যায়। তারপর আল-আমিনের সঙ্গে যোগাযোগ করলে আমাদের বাড়িতে লোক পাঠাবে বলে জানায়। কিন্তু সে লোক না পাঠালে আমাদের বাড়ির লোকজন তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। কয়েক দিন আগে জানতে পারি সে বিয়ে করছে। এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। এখন আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যেতে পারব না। আলামিন আমাকে বিয়ে না করলে এখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে উপজেলার বাগবাড়ি গ্রামের মো. বেলাল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই তরুণীর। টাঙ্গাইলে দরজির কাজ করতেন বেলাল। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এদিকে বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক থাকার সুবাদে আল-আমিন তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। যাতায়াতের একপর্যায়ে আল-আমিন এবং ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে মোবাইল ফোনে কথোপকথনসহ বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তাঁরা। ঘটনা জানাজানির পর এক মাস আগে স্বামী বেলালের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এরপর রোববার থেকে ওই তরুণী বিয়ের দাবিতে আল-আমিনের বাড়িতে অবস্থান শুরু করেন।
এদিকে বাড়িতে আল-আমিনসহ তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং মোবাইল ফোনেও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘বিয়ের দাবিতে এক তরুণী অনশন করছে শুনেছি। বিয়ের দাবি এটা তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছেন এক তরুণী (২১)। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে প্রেমিক আল-আমিনের (২৩) বাড়িতে এই অবস্থান শুরু করেন তিনি। বিয়ে না করলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছেন।
গতকাল রোববার বেলা ৩টায় ওই বাড়িতে অবস্থান নেন তরুণী। এদিকে খবর পেয়ে আল-আমিনসহ তাঁর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছেন।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আল-আমিন একই গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং তরুণী পার্শ্ববর্তী রাউৎবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন।
আজ সোমবার দুপুরে কথা হয় প্রেমিকের বাড়িতে অনশনরত ওই তরুণীর সঙ্গে। এ সময় তরুণী বলেন, ‘মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে আল-আমিন আমাকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি আমার পরিবারকে জানালে প্রতিবেশী এক ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। বিয়ের পরেও আল আমিন বিরক্ত করত। একপর্যায়ে আল-আমিনের প্রেমের ফাঁদে পা দেই। ওই সময় থেকে স্বামী বাড়ি না থাকায় আল-আমিন আমার সঙ্গে শারীরিক মেলামেশা করে।’
তরুণী বলেন, ‘সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে আল-আমিন রাতে তার কর্মস্থল জামালপুরে নিয়ে যায়। পরে শেরপুর নিয়ে আসে এবং সেখানে একটি নির্জন বাসায় চার দিন আটকে রেখে শারীরিক মেলামেশা করে। বিয়ের কথা বলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে চলে যায়। তারপর আল-আমিনের সঙ্গে যোগাযোগ করলে আমাদের বাড়িতে লোক পাঠাবে বলে জানায়। কিন্তু সে লোক না পাঠালে আমাদের বাড়ির লোকজন তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। কয়েক দিন আগে জানতে পারি সে বিয়ে করছে। এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। এখন আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যেতে পারব না। আলামিন আমাকে বিয়ে না করলে এখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে উপজেলার বাগবাড়ি গ্রামের মো. বেলাল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই তরুণীর। টাঙ্গাইলে দরজির কাজ করতেন বেলাল। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। এদিকে বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক থাকার সুবাদে আল-আমিন তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। যাতায়াতের একপর্যায়ে আল-আমিন এবং ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে মোবাইল ফোনে কথোপকথনসহ বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তাঁরা। ঘটনা জানাজানির পর এক মাস আগে স্বামী বেলালের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এরপর রোববার থেকে ওই তরুণী বিয়ের দাবিতে আল-আমিনের বাড়িতে অবস্থান শুরু করেন।
এদিকে বাড়িতে আল-আমিনসহ তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাঁদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং মোবাইল ফোনেও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘বিয়ের দাবিতে এক তরুণী অনশন করছে শুনেছি। বিয়ের দাবি এটা তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে