Ajker Patrika

গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর অভিযোগে জবির গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা 
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৪: ০৩
গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর অভিযোগে জবির গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়ি আটকে সেখান থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিল বলে দাবি শিক্ষার্থীদের। 

আজ রোববার গাড়িটি ক্যাম্পাস থেকে বের হলে শিক্ষার্থীরা পিছু নেন। পরে নিম্ন আদালতের সামনের এলাকায় এসে গাড়িটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা। 

উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন সমন্বয়কেরা। এর মধ্যে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রোবাসকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। 

গাড়িটি নিম্ন আদালত এলাকার সামনে পৌঁছালে শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরে নথিপত্র উদ্ধার করে গাড়িসহ ক্যাম্পাসে নিয়ে আসেন। উদ্ধার হওয়া নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়। 

পরে নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরই সেই তালা খুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিপত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক নাসির আহম্মেদের নথিপত্রও ছিল বলে জানান শিক্ষার্থীরা। যিনি হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি আটকেছে। ওই গাড়িতে রেগুলার ফাইল ছিল শুধু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত