সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
সাকিব নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন। তবে আমরা কেউ হাসপাতালে চিকিৎসা নিইনি।’
এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন।
তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
সাকিব নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন। তবে আমরা কেউ হাসপাতালে চিকিৎসা নিইনি।’
এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন।
তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে