Ajker Patrika

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি সাবেক নির্বাচন কমিশনারের

সাভার (ঢাকা) প্রতিনিধি
দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি সাবেক নির্বাচন কমিশনারের

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকাল ১১টায় গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে তিনি এ দাবি করেন। 

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, 'বর্তমান নির্বাচন কমিশনাররাই বলছেন তাঁরা নিজেরা ভেঙে পড়েছেন ৷ মাহবুব তালুকদারতো সবার সামনেই বলেছেন ৷ আরেকজন বলেছেন দেশের নির্বাচন যেভাবে হয়েছে আমার ইউনিয়নে যেন সেভাবে নির্বাচন না হয়। তাঁরা নিজেরাই বলছে তাঁরা ভেঙে পড়েছে, তাঁরা আর করতে পারছে না।' 

ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, 'কোনো দেশেই শত ভাগ বলবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকা এবং ইংল্যান্ডও বলেতে পারবে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কোনো দেশের নাগরিকরা মনে করেন ৭০ ভাগ ভোট নিজেরা নিজেদের মনোনীত জায়গায় দিতে পেরেছে সেটাকে আমরা বলি সুষ্ঠু নির্বাচন হয়েছে।' 

গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ আয়োজিত 'ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান' শীর্ষক বিশেষ সেমিনারের সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। 

এ সময় আরও আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত