ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙ্গিকান্দি গ্রামের শামসুল হক চৌধুরী (৪২) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। থাকার মতো ভালো ঘর নেই। জরাজীর্ণ টিনের ঘরে বসবাস। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির।
মালয়েশিয়া ফেরত শামসুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর দুই হাত ও পা চিকন হয়ে গেছে। কানেও তেমন শুনতে পান না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড় ধরনের কোনো কাজও করতে পারেন না তিনি।
শামসুল হকের স্ত্রী আয়রিন আক্তার বলেন, 'ঘরের চাল দিয়ে শিশির পড়ায় লেপ ও কাঁথা মুড়ি দিয়ে থাকি। চাল দিয়ে পানি পড়ে সারা রাত। কার্ড-ভাতা পাই নাই। ভাঙা ঘরে পোলাপান নিয়ে কোনো রকম থাকি। বৃষ্টি বাদল এলে তো সব ভেঙে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের একটা ছোট্ট ঘর দিত। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম। প্রধান মন্ত্রীর জন্য মন খুলে দোয়া করতাম।'
শামসুল হক বলেন, 'আমি ক্যানসারে আক্রান্ত হয়ে বিদেশ ফেরত আসার পরে হাত 'পা অকেজো কোনো কাজ করতে পারি না। এখন আমি একজন অসহায় প্রতিবন্ধী। আমার ঘর করার সামর্থ্য নেই। গরিব মানুষ আমরা। রোদ, বৃষ্টি-ঝড়, শীত আমাদের ওপর দিয়েই যায়। আমি একটা ঘর ভিক্ষা চাই। মাথা গোঁজার ঠাঁই চাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে চাই।'
এ বিষয়ে জানতে চাইলে নারায়নপুর ৫ নং ইউপি সদস্য কামাল রাড়ী বলেন, 'শামসুল হক বিদেশ ফেরত একজন অসহায় লোক। তার ঘরের অবস্থা একবারে বাজে। ঘরের জন্য আমি চেয়ারম্যানের কাছে আলাপ করেছি। এবার ঘরের বরাদ্দ এলে তাকে দেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, 'এখন 'ক' শ্রেণির যাদের জমি ও ঘর নাই তাদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। কিছুদিন পর 'খ' শ্রেণি অর্থাৎ যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। তখন খোঁজ নিয়ে ওই এই ক্যানসারে আক্রান্ত প্রতিবন্ধীকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।'
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ফেরাঙ্গিকান্দি গ্রামের শামসুল হক চৌধুরী (৪২) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। থাকার মতো ভালো ঘর নেই। জরাজীর্ণ টিনের ঘরে বসবাস। খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির।
মালয়েশিয়া ফেরত শামসুল হক চৌধুরী ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর দুই হাত ও পা চিকন হয়ে গেছে। কানেও তেমন শুনতে পান না। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বড় ধরনের কোনো কাজও করতে পারেন না তিনি।
শামসুল হকের স্ত্রী আয়রিন আক্তার বলেন, 'ঘরের চাল দিয়ে শিশির পড়ায় লেপ ও কাঁথা মুড়ি দিয়ে থাকি। চাল দিয়ে পানি পড়ে সারা রাত। কার্ড-ভাতা পাই নাই। ভাঙা ঘরে পোলাপান নিয়ে কোনো রকম থাকি। বৃষ্টি বাদল এলে তো সব ভেঙে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের একটা ছোট্ট ঘর দিত। তাহলে আমরা ভালোভাবে থাকতে পারতাম। প্রধান মন্ত্রীর জন্য মন খুলে দোয়া করতাম।'
শামসুল হক বলেন, 'আমি ক্যানসারে আক্রান্ত হয়ে বিদেশ ফেরত আসার পরে হাত 'পা অকেজো কোনো কাজ করতে পারি না। এখন আমি একজন অসহায় প্রতিবন্ধী। আমার ঘর করার সামর্থ্য নেই। গরিব মানুষ আমরা। রোদ, বৃষ্টি-ঝড়, শীত আমাদের ওপর দিয়েই যায়। আমি একটা ঘর ভিক্ষা চাই। মাথা গোঁজার ঠাঁই চাই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে বাঁচতে চাই।'
এ বিষয়ে জানতে চাইলে নারায়নপুর ৫ নং ইউপি সদস্য কামাল রাড়ী বলেন, 'শামসুল হক বিদেশ ফেরত একজন অসহায় লোক। তার ঘরের অবস্থা একবারে বাজে। ঘরের জন্য আমি চেয়ারম্যানের কাছে আলাপ করেছি। এবার ঘরের বরাদ্দ এলে তাকে দেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, 'এখন 'ক' শ্রেণির যাদের জমি ও ঘর নাই তাদের জমিসহ ঘর দিচ্ছে সরকার। কিছুদিন পর 'খ' শ্রেণি অর্থাৎ যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। তখন খোঁজ নিয়ে ওই এই ক্যানসারে আক্রান্ত প্রতিবন্ধীকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।'
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে