Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের লকারে মিলল এসকে সুরের এক কেজি স্বর্ণ, দেড় লক্ষাধিক ডলার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০১: ৪২
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকার থেকে এক কেজি স্বর্ণসহ প্রায় সাড়ে চার কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, রোববার সকালে দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ ব্যাংকে এই অভিযান পরিচালনা করে। দিনভর নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে লকার খোলার অনুমতি পায় দুদক।

দুদক সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নামে তিনটি বক্স তল্লাশি শেষে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সে সময় তারা বাসা থেকে সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান ও বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া যায়।

গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত