Ajker Patrika

ঈদের পর দিনও কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫: ৪৫
ঈদের পর দিনও কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়

ঈদের পর দিনই সরগরম হয়ে উঠেছে কমলাপুর রেলস্টেশন। বাড়ি ফিরতে ট্রেনগুলোতে ছিল ঘরমুখী মানুষের ঢল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন কমিউটার ও লোকাল ট্রেনের কাউন্টারে। আজ শুক্রবার বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, স্টেশনে যাত্রী নিয়ে ছুটে চলার জন্য অপেক্ষা করছিল সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস। প্ল্যাটফর্মের বাইরে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে মানুষের ভিড়। বিশেষ করে ১২টা ২০-এ ছেড়ে যাবে রাজশাহী কমিউটার। এই ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি। 

প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। সিলেটে বাড়ির উদ্দেশে পরিবার নিয়ে যাচ্ছিলেন সম্রাট হোসেন। স্ত্রী-কন্যাকে নিয়ে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সম্রাট হোসেন বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি। ঈদের চাঁদরাত পর্যন্ত দোকানে বেচাকেনা করেছি। আজ বাড়ি ফিরছি, কয়েক দিন থাকব।’ 

সম্রাট হোসেনের মেয়ে সারা হোসেন বলেন, ‘গ্রামে দাদাবাড়িতে গিয়ে ঘুরতে ভালো লাগে। অনেক আনন্দ হচ্ছে, বাড়িতে ভাইয়া-আপুদের সঙ্গে খেলতে পারব।’ 

এদিকে, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটি ট্রেন কমলাপুর রেলস্টেশনে ফিরেছে। যমুনা, ঢাকা মেইল, নকশীকাঁথা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ঢাকা ফিরতে শুরু করেছেন অনেকে। তবে চাপ ছিল না খুব বেশি। 

শাহ আলম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মজীবী বলেন, ‘এবার ঈদের আগে অনেক দিন ছুটি থাকায় আগে আগেই বাড়ি ফিরেছিলাম। ঢাকায় কিছু কাজ আছে বলে সকালের ট্রেনে ঢাকা ফিরলাম।’ 

কমলাপুর রেলস্টেশনের মাস্টার (২) জানান, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের নির্ধারিত সিটের বাইরে স্ট্যান্ডিং টিকিট কেটেও বিপুলসংখ্যক যাত্রী বাড়িতে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত