Ajker Patrika

জুলুম নির্যাতন চাঁদাবাজি বন্ধের দাবি হকার্স ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলুম নির্যাতন চাঁদাবাজি বন্ধের দাবি হকার্স ইউনিয়নের

পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, ‘ডিএমপির মতিঝিল জোনের এসির ড্রাইভার সোহেল রানা বেপরোয়াভাবে হকারদের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করছে। হকারদের মালামাল জোর করে নিজেই থানায় নিয়ে আটকে রাখে। হকারপ্রতি ২০-৫০ হাজার চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ভয়-ভীতি, হুমকি-ধমকি উচ্ছেদ করেন।’ 

তিনি আরও বলেন, ‘সোহেল রানার চাঁদাবাজির শিকার অনেক হকার সাহস করে মুখ খুলতে চান না, উচ্ছেদের ভয়ে।’ সমাবেশ থেকে পুলিশ সদস্য (ড্রাইভার) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

সমাবেশে কেন্দ্রীয় হকার্স ইউনিয়নের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি আমরা দেখেছি ডিএমপি লালবাগ এসি পেট্রল (কোতোয়ালি) তারিকুল ইসলাম মাসুদের কাণ্ড। তিনি হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণের সভাপতিকে চায়ের দাওয়াত দিয়ে থানায় এনে চাঁদা না দেওয়ায় থানা হাজতে আটকে রাখেন। পরে কয়েকশ হকার থানা ঘেরাও করে দক্ষিণের সভাপতিকে মুক্ত করে।’ 

সমাবেশে হকারনেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হকার নেতা দ্বীন ইসলাম, কবীর হোসেন, আসমান আলী খন্দকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত