Ajker Patrika

কিশোরগঞ্জে গ্যারেজে আগুন, পুড়েছে ৩৮টি অটোরিকশা ও মিশুক

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে গ্যারেজে আগুন, পুড়েছে ৩৮টি অটোরিকশা ও মিশুক

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি গ্যারেজে থাকা ৩৮টি অটোরিকশা ও মিশুক পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলা শহরের চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজটির মালিক আরজু মিয়া বলেন, গ্যারেজে ৩৮টি অটোরিকশা ও মিশুক ছিল। ভোরে আগুন দেখে তাঁকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ফোন নম্বর না থাকায় ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। গ্যারেজে থাকা অটোরিকশা ও মিশুক মালিকরাও নিঃস্ব হয়ে গেছে। আমরা এখন কী করব?’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘ভোর ৫টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ওই অটো গ্যারেজে আগুন লেগেছে। এত বড় একটি গ্যারেজে কোনো অগ্নিনির্বাপক ছিল না। আগুন লাগার সময় গ্যারেজে কেউ ছিল না। আধঘণ্টা পর গ্যারেজটির মালিক খবর পান।’

আবুজর গিফারী বলেন, ‘গ্যারেজটি টিন শেডের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আমাদের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত