Ajker Patrika

রামপুরার ঘটনায় আহত এক যুবককে ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি, ঢাকা
রামপুরার ঘটনায় আহত এক যুবককে ঢামেকে ভর্তি

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া অজ্ঞাত এক যুবককে (৩৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে রামপুরা থানা-পুলিশ। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করি। তাঁর নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি অচেতন অবস্থায় আছে। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’ 

এক প্রশ্নের জবাবে এসআই আল আমিন বলেন, ‘ওই যুবক অনাবিল পরিবহনের চালক কিনা! এটা জানা সম্ভব হয়নি। তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তবে আমাদের ধারণা তিনি অনাবিল গাড়ির চালক। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, এই সড়ক দুর্ঘটনায় মাইনুদ্দীন দুর্জয় নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনার জেরে রামপুরায় কমপক্ষে ১০টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত