মানিকগঞ্জ প্রতিনিধি
হত্যাসহ দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মমতাজ বেগমকে উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক হামলা, ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভী আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে দুপুর ১২টায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা হরতালের সমর্থনে গোবিন্দল এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সাত দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীর পক্ষে বিএনপির শতাধিক আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে বিচারকের নির্দেশে মমতাজ বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে মমতাজ বেগমকে আদালতে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতা-কর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তাঁকে বিএনপির নেতা–কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল স্লোগান দেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে পুলিশের প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
আদালতে পুলিশ পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় মমতাজ বেগমের রিমান্ড শুনানি হয়। এতে হরিরামপুর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি সিঙ্গাইর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আজাদ হোসেন খান বলেন, ‘বিগত দিনে মমতাজ বেগম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। মমতাজ বেগম প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।’
এর আগে ঢাকায় বেশ কিছু থানায় করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
হত্যাসহ দুটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মমতাজ বেগমকে উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক হামলা, ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভী আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে দুপুর ১২টায় মমতাজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ উপস্থিত করা হলে মামলার তদন্ত কর্মকর্তা হরতালের সমর্থনে গোবিন্দল এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় সাত দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীর পক্ষে বিএনপির শতাধিক আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে বিচারকের নির্দেশে মমতাজ বেগম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে মমতাজ বেগমকে আদালতে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতা-কর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তাঁকে বিএনপির নেতা–কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল স্লোগান দেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে পুলিশের প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
আদালতে পুলিশ পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় মমতাজ বেগমের রিমান্ড শুনানি হয়। এতে হরিরামপুর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি সিঙ্গাইর থানার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী আজাদ হোসেন খান বলেন, ‘বিগত দিনে মমতাজ বেগম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। মমতাজ বেগম প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।’
এর আগে ঢাকায় বেশ কিছু থানায় করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ৷ এতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
৭ মিনিট আগেখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) চতুর্থ তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা (৪৮) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় ওই যুবক হঠাৎ
১৪ মিনিট আগেশিক্ষক লাঞ্ছনার অভিযোগ ওঠায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই ঘোষণা দেন।
২১ মিনিট আগেডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় মারা যায় প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রোববার মারা যান শিশুটির মা জয়ন্তী মণ্ডল (৩৩)। জয়ন্তী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে
২৪ মিনিট আগে