Ajker Patrika

নিত্যপণ্যের দাম কমাতে সরকারের প্রতি সিপিবির আহ্বান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের দাম কমাতে সরকারের প্রতি সিপিবির আহ্বান 

সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিত্যপণ্যের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পল্টন মোড়ে দুঃশাসন, দুর্নীতি, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের প্রথম দিনের বক্তব্যে এ দাবি জানান দরের নেতারা। 

বিক্ষোভ সমাবেশে সিপিবি’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, খাদ্যপণ্য ওষুধের মূল্য আকাশচুম্বী। এই অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত। 

শাহ আলম আরও বলেন, ‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্রহীন পরিবেশে দুর্নীতি ও লুটেরা বেপরোয়া হয়ে উঠেছে। সর্বত্র ঘুষ-দুর্নীতির উৎসব চলছে। টাকা পাচারকারী আর ঋণ খেলাপিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। সাম্প্রদায়িক অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং, ন্যায্যমূল্যের দোকান ও গণ বণ্টন ব্যবস্থা চালু করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবি ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত