Ajker Patrika

ঢাকায় মাদকের চালান আনতেন গ্রিনলাইনের চালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় মাদকের চালান আনতেন গ্রিনলাইনের চালক

রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ এলাকায় কক্সবাজার থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মানিক মিয়া, সৈয়দ আলম ও আলাউদ্দিন। তাঁদের মধ্যে মানিক গ্রিনলাইন পরিবহনের চালক। 

রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। 

মশিউর রহমান বলেন, গত শনিবার সকালে গ্রিনলাইন পরিবহনের বাসে অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মশিউর রহমান বলেন, গ্রিনলাইন পরিবহনের চালক দুই বছর ধরে মাদকের চালান ঢাকায় আনার কাজ করতেন। এই চক্রে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বাস চালক পেশার আড়ালে মাদকের চালান সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত