Ajker Patrika

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ ৩ জন নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬: ৩৯
টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ ৩ জন নিহত 

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে আজ রোববার বেলা একটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বকুলতলা এলাকায়।

নিহতরা হলেন অটোরিকশার চালক ধনবাড়ী উপজেলার নরিল্লা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে আব্দুল হাকিম (৪০), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মোস্তফা (৫০) এবং ভাইঘাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বাঘিল গ্রামের আবুল কালামের মেয়ে রৌসনী খাতুন (১৫)।

স্থানীয় ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী টিএস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

আকবর আলী আরও বলেন, ‘মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’

ভাইঘাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন আজকের পত্রিকাকে জানান, এসএসসি পরীক্ষা থাকায় বেলা দুইটা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস দেওয়া হয়েছে। বাঘিল থেকে অটোরিকশায় ওই নিহত ছাত্রীরা ভাইঘাটের দিকে আসছিল। এ সময় ঢাকাগামী বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত বাঘিল গ্রামের আবুল কালামের মেয়ে রৌসনী খাতুনকে মধুপুর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

মোজাম্মেল হোসেন আরও বলেন, আহতদের মধ্যে ষষ্ঠ শ্রেণির আফছানা খাতুন, সাদিয়া ও সপ্তম শ্রেণির জ্যোতি খাতুন রয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। দুর্ঘটনার কারণে বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত