Ajker Patrika

রাজউকের ডেঙ্গুবিরোধী অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজউকের ডেঙ্গুবিরোধী অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা

ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে নয় ভবন মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়। 

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭টি নির্মিত ও ২৩টি নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬টি নির্মিত ও ৫২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অসংগতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৬টি ভবনের মালিককে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়। 

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে। অভিযানে যেকোনো অসংগতি পাওয়া গেলে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত