উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
৩ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
৪ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
৪ ঘণ্টা আগে