উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
বৃষ্টিতে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ত্রিশাল-ধানীখোলা সড়কে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী হাজারো মানুষ। এ অবস্থায় ছোট কিছু গাড়ি ও মানুষজন রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৯টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও ২টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে দেউলমোড়া গ্রাম থেকে পরিত্যক্ত শৌচাগার (টয়লেট) থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেমাদারীপুরে একটি গ্রামীণ সড়ক দীর্ঘ দিন ধরে কোনো প্রকার সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন, একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। কাদা পানিতে হাঁটতে সমস্যায় পড়তে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
২ ঘণ্টা আগে