শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি
রাজধানীর ডেমরা সারুলিয়ায় মাদ্রাসা ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাজমুল দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নাজমুল হাসান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় গ্রামের মো. মঈনউদ্দিনের ছেলে। মাদ্রাসাতেই থাকত সে।
মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ বলেন, নাজমুল মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানায় নাজমুল আর বেঁচে নেই। ঘটনার পরপরই মাদ্রাসার সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচে লাফিয়ে পড়ে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে আমরা দেখেছি ছেলেটি ছয় তলার ছাদের নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে নিচে লাফ দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি হতাশা থেকে আত্মহত্যা করতে পারে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
রাজধানীর ডেমরা সারুলিয়ায় মাদ্রাসা ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাজমুল দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নাজমুল হাসান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় গ্রামের মো. মঈনউদ্দিনের ছেলে। মাদ্রাসাতেই থাকত সে।
মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ বলেন, নাজমুল মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানায় নাজমুল আর বেঁচে নেই। ঘটনার পরপরই মাদ্রাসার সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচে লাফিয়ে পড়ে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে আমরা দেখেছি ছেলেটি ছয় তলার ছাদের নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে নিচে লাফ দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি হতাশা থেকে আত্মহত্যা করতে পারে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় আগুন লাগে ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ঘটনার ২০ ঘণ্টা পরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
৯ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়েছেন।
১৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৮ মিনিট আগে‘জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তড়িঘড়ি করে তাঁর ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয়। কী কারণে রিভিউ খারিজ হলো সেটা আমরা জানতে পারিনি।’
১ ঘণ্টা আগে