নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ’৭১-এর ৩০ বছর উপলক্ষে 'মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়' শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারবে।'
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, 'এমন অনেকেই আছেন, যাঁদের বুদ্ধিজীবী বলা যায় না। স্বাধীনতার সপক্ষের মন-মানসিকতা থেকে থাকে বা প্রকাশ করে থাকে তাহলে তাঁকে বলব। শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। যে তালিকা আছে, সে অনুযায়ী তাঁর ব্যাপারে খোঁজ নেব, কারা তাঁকে চেনে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে।'
অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে। তাদের শহীদ বলা যাবে কি না—এমন প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘শহীদ হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হতে চাই। এই তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায়মুক্ত হব না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। সবার কাছে অনুরোধ করব, কারও কাছে যদি কোনো তথ্য থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য ৷ যেকোনো ব্যাপারেই সঠিক তথ্য যদি না থাকে, দালিলিক কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা খুবই লজ্জা ও দুঃখজনক।’
প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মনির তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।
আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ’৭১-এর ৩০ বছর উপলক্ষে 'মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়' শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি, আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারবে।'
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, 'এমন অনেকেই আছেন, যাঁদের বুদ্ধিজীবী বলা যায় না। স্বাধীনতার সপক্ষের মন-মানসিকতা থেকে থাকে বা প্রকাশ করে থাকে তাহলে তাঁকে বলব। শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। যে তালিকা আছে, সে অনুযায়ী তাঁর ব্যাপারে খোঁজ নেব, কারা তাঁকে চেনে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে।'
অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে। তাদের শহীদ বলা যাবে কি না—এমন প্রশ্ন করে মন্ত্রী বলেন, ‘শহীদ হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হতে চাই। এই তালিকা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা দায়মুক্ত হব না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চাই। সবার কাছে অনুরোধ করব, কারও কাছে যদি কোনো তথ্য থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য ৷ যেকোনো ব্যাপারেই সঠিক তথ্য যদি না থাকে, দালিলিক কোনো প্রমাণ না থাকে, তাহলে এটা খুবই লজ্জা ও দুঃখজনক।’
প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মনির তন্ময়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
২ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
২১ মিনিট আগে