Ajker Patrika

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর মাদকসহ গ্রেপ্তার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১: ৩৫
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর মাদকসহ গ্রেপ্তার

গাজীপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারকে এক নারীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে গাবতলি এলাকা থেকে এক নারীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান।

জাহাঙ্গীর সরকার গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। ২০১৬ সাল থেকে বহিষ্কারের আগপর্যন্ত তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।

মশিউর রহমান বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারের সঙ্গে আলিয়া আক্তার রিয়া নামে অপর এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’ 

ডিসি মশিউর আরও বলেন, ‘জাহাঙ্গীর সরকারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক কাণ্ড ঘটনার পরপরই গা ঢাকা দেয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় প্রাইভেটকারের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরের প্রাইভেটকার চালকসহ তাঁর চার সহযোগীকে। এরপরই বেরিয়ে আসে ওই চালানটি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের। এরই মধ্যে তাঁকে আসামি করে মামলা করা হয়। পরদিন বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত