নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের দরজা, জানালা ও চেয়ার।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মারামারির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় মেয়র প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।
সম্মেলন কক্ষেই অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের আসনের চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, তাঁদের অনুসারীরাও বাগ্বিতণ্ডায় জড়ায়।
এক পক্ষ অপর পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে ও মারামারিতে জড়িয়ে যায়। উভয় পক্ষের লোকজন সম্মেলন কক্ষের দরজা, জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করে। প্রজেক্টরও ভেঙে ফেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম, কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।’
অন্যদিকে আবুল বাশার বাদশা বলেন, ‘চেয়ারে বসা নিয়ে কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তাঁরা কাউকে বসতে দিচ্ছিল না। গাঁয়ের জোড় দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটে গেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উভয় মেয়র প্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের দরজা, জানালা ও চেয়ার।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মারামারির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় মেয়র প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।
সম্মেলন কক্ষেই অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের আসনের চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, তাঁদের অনুসারীরাও বাগ্বিতণ্ডায় জড়ায়।
এক পক্ষ অপর পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে ও মারামারিতে জড়িয়ে যায়। উভয় পক্ষের লোকজন সম্মেলন কক্ষের দরজা, জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করে। প্রজেক্টরও ভেঙে ফেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম, কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।’
অন্যদিকে আবুল বাশার বাদশা বলেন, ‘চেয়ারে বসা নিয়ে কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তাঁরা কাউকে বসতে দিচ্ছিল না। গাঁয়ের জোড় দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটে গেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উভয় মেয়র প্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে