Ajker Patrika

কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ: আটক ব্যক্তিদের মুক্তি ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২০: ৩৬
কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ: আটক ব্যক্তিদের মুক্তি ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের

মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত