নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।
মায়ের কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে বেআইনিভাবে আটক মুস্তাকিমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে এ ধরনের নির্যাতন, হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন রোগী ও স্বজনেরা। তাঁরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের মানুষ। পুলিশ রোগী ও স্বজনদের নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। তা ছাড়া পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে উল্টো রোগী ও তাঁদের স্বজনদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে এবং মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডায়ালাইসিসের মূল্য বৃদ্ধির জন্য মুস্তাকিমসহ অন্য সবার শান্তিপূর্ণ প্রতিবাদ (যা প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার), যা কোনোভাবেই পুলিশের কাজে বাধা প্রদান নয়। মুস্তাকিমের কিডনি রোগী মাকে নিয়ে প্রতিবাদ করায় তাঁকেও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ব্লাস্ট বলছে, মামলার এজাহার অনুসারে, মুস্তাকিমকে দণ্ডবিধির ১৪৩,৩৩২ এবং ৩৫৩ ধারায় বেআইনি সমাবেশ, মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা হয়রানিমূলক। তাই গ্রেপ্তার মুস্তাকিমের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি নাগরিকের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংস্থাটি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৩ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে