Ajker Patrika

রেলের ৭ দিনব্যাপী ফিরতি যাত্রা শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৪: ৪৮
রেলের ৭ দিনব্যাপী ফিরতি যাত্রা শুরু 

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ শনিবার থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিটে ট্রেনযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরার যাত্রা। ঈদের পর বিশেষ ব্যবস্থাপনায় ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী ট্রেনে ফিরতি যাত্রা ঘোষণা করেছিল বাংলাদেশ রেলওয়ে। 

রেলওয়ের ঘোষণা অনুসারে, ঈদের আগে গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে অগ্রিম টিকিটে ঘরে ফিরেছেন যাত্রীরা। আর আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকায় ফিরে আসার যাত্রা। 

আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী নিয়ে ট্রেনগুলো স্টেশনের বিভিন্ন প্ল্যাটফরমে আসছে। তবে ট্রেনগুলো থেকে যথেষ্ট যাত্রী নামতে দেখা যায়নি। যাঁরা এসেছেন তাঁরা জানিয়েছেন, ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। আগামীকালও ছুটি হওয়ায় হয়তো পরশু থেকে ট্রেনে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে। 
 
শনিবার ভোর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছায়। এসবের মধ্যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। যাত্রীরা বলছেন, ঢাকায় ফিরতে ট্রেনে তেমন কোনো চাপ ছিল না। ট্রেন অনেকটা ফাঁকা। হয়তো কালকের পর থেকে ট্রেনে চাপ বাড়বে। 

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে ঢাকামুখী আন্তনগর ট্রেনগুলোর ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করে ৩ এপ্রিল, ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করে ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করে ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করে ৯ এপ্রিল। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর দুই ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত