Ajker Patrika

নারায়ণগঞ্জ কিশোরীকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ কিশোরীকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে অপূর্ব (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ফতুলা থানাধীন পাগলা নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত অপূর্ব একই এলাকার বাবুল শেখের ছেলে। এর আগে শুক্রবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলায় উল্লেখ করা হয়, বাদী ও বিবাদী একই এলাকায় বসবাস করেন। এলাকায় পরিচয় থেকে বাদীর মেয়ের সঙ্গে অপূর্বের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ এপ্রিল বাদী তার মেয়েকে বাসায় রেখে বোনের বাসায় যায়। এ সময় অপূর্ব বাদীর বাড়িতে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে তার মেয়েকে বিয়ে করতে বললে সে অস্বীকৃতি জানায়। 

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত