নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ। বেলা বারোটা পর্যন্ত বৃষ্টি হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি তেমন ছিলো না। তবে বৃষ্টি থামার পরই রাজধানীর শাহবাগে মানুষের উপস্থিতি গত তিন দিনের তুলনায় বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিলো না চোখে পড়ার মতন।
রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাইলে পথচারীরা দিচ্ছেন নানান যুক্তি।
ধানমন্ডির বাসিন্দা মোতাহার হোসেন। পেশায় ব্যবসায়ী। নিজ গাড়িতে করে যাচ্ছেন বারডেম হাসপাতালে। রাস্তায় গাড়ি আটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দায়িত্বে থাকা পুলিশ। বাইরে বের হওয়ার কারণ হিসেবে মোতাহার হোসেন বলেন, বন্ধুর মা অসুস্থ। তাঁকে দেখতে যাচ্ছেন।
তাঁর যুক্তি ভালো না লাগলেও হাসপাতালের কথা বলায় তাঁকে যেতে দিয়েছে পুলিশ।
বাংলামোটরের দুই বন্ধু আরিফ হোসেন ও জিসান আহমেদ। রিকশায় করে যাচ্ছিলেন বংশাল। পুলিশের চেকপোস্টে বের হওয়ার কারণ বললেন, ফুড ডেলিভারির কাজ পেয়েছেন। তাই সাইকেল কিনতে বংশাল যাচ্ছেন। তবে কারণ যৌক্তিক মনে না হওয়ায় ফেরত পাঠানো হয়েছে তাঁদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই বলেন, গত দুই দিন শুক্রবার ও শনিবার থাকায় মানুষ তেমন বের হননি। যারা বের হচ্ছেন এদের বেশির ভাগ এখন হাসপাতালের অজুহাত দিচ্ছে। তাই ছেড়ে দিতে হয়। যাদের বের হাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই তাঁদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। তবে মাস্ক পড়া মানুষের সংখ্যা বেড়েছে। জনসাধারণ যদি সচেতন হয়ে এগিয়ে না আসে তবে আমাদের কাজটাও কঠিন হয়ে যাবে।
শাহবাগের মোড়ে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দায়িত্বে থাকা সার্জেন্ট মোকাররম হোসেন আজকের পত্রিকাকে জানান, গাড়ি নিয়ে বের হয়ে কোন যৌক্তিক কারণ দেখাতে না পারায় এগারো জনকে একচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, 'সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়ন করতেই আমরা কাজ করে যাচ্ছি। তবে বৃষ্টির কারণে রাস্তায় আমাদের সদস্য সংখ্যা কিছুটা কম। বের হওয়ার কোন কারণ দেখাতে না পারায় এখন পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।'
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ। বেলা বারোটা পর্যন্ত বৃষ্টি হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি তেমন ছিলো না। তবে বৃষ্টি থামার পরই রাজধানীর শাহবাগে মানুষের উপস্থিতি গত তিন দিনের তুলনায় বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিলো না চোখে পড়ার মতন।
রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাইলে পথচারীরা দিচ্ছেন নানান যুক্তি।
ধানমন্ডির বাসিন্দা মোতাহার হোসেন। পেশায় ব্যবসায়ী। নিজ গাড়িতে করে যাচ্ছেন বারডেম হাসপাতালে। রাস্তায় গাড়ি আটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দায়িত্বে থাকা পুলিশ। বাইরে বের হওয়ার কারণ হিসেবে মোতাহার হোসেন বলেন, বন্ধুর মা অসুস্থ। তাঁকে দেখতে যাচ্ছেন।
তাঁর যুক্তি ভালো না লাগলেও হাসপাতালের কথা বলায় তাঁকে যেতে দিয়েছে পুলিশ।
বাংলামোটরের দুই বন্ধু আরিফ হোসেন ও জিসান আহমেদ। রিকশায় করে যাচ্ছিলেন বংশাল। পুলিশের চেকপোস্টে বের হওয়ার কারণ বললেন, ফুড ডেলিভারির কাজ পেয়েছেন। তাই সাইকেল কিনতে বংশাল যাচ্ছেন। তবে কারণ যৌক্তিক মনে না হওয়ায় ফেরত পাঠানো হয়েছে তাঁদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই বলেন, গত দুই দিন শুক্রবার ও শনিবার থাকায় মানুষ তেমন বের হননি। যারা বের হচ্ছেন এদের বেশির ভাগ এখন হাসপাতালের অজুহাত দিচ্ছে। তাই ছেড়ে দিতে হয়। যাদের বের হাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই তাঁদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। তবে মাস্ক পড়া মানুষের সংখ্যা বেড়েছে। জনসাধারণ যদি সচেতন হয়ে এগিয়ে না আসে তবে আমাদের কাজটাও কঠিন হয়ে যাবে।
শাহবাগের মোড়ে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দায়িত্বে থাকা সার্জেন্ট মোকাররম হোসেন আজকের পত্রিকাকে জানান, গাড়ি নিয়ে বের হয়ে কোন যৌক্তিক কারণ দেখাতে না পারায় এগারো জনকে একচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, 'সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়ন করতেই আমরা কাজ করে যাচ্ছি। তবে বৃষ্টির কারণে রাস্তায় আমাদের সদস্য সংখ্যা কিছুটা কম। বের হওয়ার কোন কারণ দেখাতে না পারায় এখন পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।'
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৪১ মিনিট আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
১ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
১ ঘণ্টা আগে