Ajker Patrika

মাদারীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ 

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৩: ৪৪
মাদারীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ 

মাদারীপুরের রাজৈরে জমিসংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার বিষয়টি আজ বুধবার সকালে নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক। 

নিহত জাহাঙ্গীর শেখ রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে একটি জমির দখল করাকে কেন্দ্র করে খলিল শিকদার ও ছত্তার শেখের লোকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। ওই দিন মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ওসি শেখ সাদিক আরও বলেন, ‘হামলার এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি। তবে আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত