অনলাইন ডেস্ক
সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।
সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’
সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে