গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে এলাকাবাসী ডাকাত সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতকে চিকিৎসার জন্য এবং নিহতের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আতাব উদ্দিন মোল্লা (৬৫)। তিনি কুড়িগ্রাম রাজারহাট থানার কালুয়ারচর এলাকার ভাসান মোল্লার ছেলে। আহত ব্যক্তি হলেন নুর হাসান (৪০)। তিনি একই জেলার সদর থানার কালির আলগাচর এলাকার মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জিএমপি সদর থানাধীন মজলিশপুর কাজীপাড়া ব্রিজ সেলুঘাটের পশ্চিম এলাকায় তুরাগ নদে শনিবার দিবাগত রাত ৮টার দিকে মাছ ধরার সময় একটি ছোট নৌকা আটক করে স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে এলাকাবাসী তাদের ডাকাত বলে সন্দেহ করে। পরে ডাকচিৎকারে আরও লোকজন এসে জড়ো হয়। এ সময় স্থানীয় শতাধিক উৎসুক জনতা ডাকাত সন্দেহে লাঠিসোঁটা ও ইটের খোয়া নিয়ে তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই আতাব উদ্দিন মোল্লার মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে নিহতের লাশ ও আহতকে উদ্ধার করা হয়েছে। আহতের চিকিৎসা এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ছোট নৌকায় অজ্ঞাত কিছু লোককে স্থানীয়রা আটক করে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুর মহানগরীতে এলাকাবাসী ডাকাত সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতকে চিকিৎসার জন্য এবং নিহতের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আতাব উদ্দিন মোল্লা (৬৫)। তিনি কুড়িগ্রাম রাজারহাট থানার কালুয়ারচর এলাকার ভাসান মোল্লার ছেলে। আহত ব্যক্তি হলেন নুর হাসান (৪০)। তিনি একই জেলার সদর থানার কালির আলগাচর এলাকার মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জিএমপি সদর থানাধীন মজলিশপুর কাজীপাড়া ব্রিজ সেলুঘাটের পশ্চিম এলাকায় তুরাগ নদে শনিবার দিবাগত রাত ৮টার দিকে মাছ ধরার সময় একটি ছোট নৌকা আটক করে স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে এলাকাবাসী তাদের ডাকাত বলে সন্দেহ করে। পরে ডাকচিৎকারে আরও লোকজন এসে জড়ো হয়। এ সময় স্থানীয় শতাধিক উৎসুক জনতা ডাকাত সন্দেহে লাঠিসোঁটা ও ইটের খোয়া নিয়ে তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই আতাব উদ্দিন মোল্লার মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে নিহতের লাশ ও আহতকে উদ্ধার করা হয়েছে। আহতের চিকিৎসা এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ছোট নৌকায় অজ্ঞাত কিছু লোককে স্থানীয়রা আটক করে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে