নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।
সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’
ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।
সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’
ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে