সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত সুমাইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।
রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার ‘আলহামদুলিল্লাহ মঞ্জিল’ ভবনে সুমাইয়ার মায়ের বাসায় যান।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘নিহত সুমাইয়ার একটি শিশু রয়েছে, যার দায়িত্ব নিয়েছেন তার নানি। শিশুটির লেখাপড়া ও ভবিষ্যৎ যাতে নিরাপদ হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা আরও বলেন, ‘মোট ১১ জন শহীদ মেয়ের বিষয়ে আমরা গভীরভাবে কাজ করছি। তাঁদের হারিয়ে যেতে দেব না। মেয়েদের বীরত্ব রয়েছে, কিন্তু তা অনেক সময় সামনে আসে না। তাই তাঁদের গল্প বাঁচিয়ে রাখা জরুরি।’
তিনি জানান, শহীদ পরিবারের ভাতা ঘিরে নানা জটিলতা রয়েছে। সরকার সে বিষয়ে সচেতন এবং নীতিমালা অনুযায়ী কাজ করছে। শহীদদের পরিবার, বিশেষ করে শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুমাইয়ার বোনজামাই বিল্লাল বলেন, ‘সরকার থেকে দেওয়া অনুদান আমরা ঠিকঠাক পেয়েছি কি না—এ বিষয়ে উপদেষ্টা খোঁজ নিয়েছেন। তিনি বলেছেন, আগের অনুদানের পাশাপাশি আরও ১০ লাখ টাকা দেওয়া হবে। মামলার অগ্রগতির বিষয়েও তিনি কথা বলেছেন।’
এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ওই ভবনের ছয়তলায় নানির বাসায় বেড়াতে এসে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারান সুমাইয়া।
জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত সুমাইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।
রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার ‘আলহামদুলিল্লাহ মঞ্জিল’ ভবনে সুমাইয়ার মায়ের বাসায় যান।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘নিহত সুমাইয়ার একটি শিশু রয়েছে, যার দায়িত্ব নিয়েছেন তার নানি। শিশুটির লেখাপড়া ও ভবিষ্যৎ যাতে নিরাপদ হয়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা আরও বলেন, ‘মোট ১১ জন শহীদ মেয়ের বিষয়ে আমরা গভীরভাবে কাজ করছি। তাঁদের হারিয়ে যেতে দেব না। মেয়েদের বীরত্ব রয়েছে, কিন্তু তা অনেক সময় সামনে আসে না। তাই তাঁদের গল্প বাঁচিয়ে রাখা জরুরি।’
তিনি জানান, শহীদ পরিবারের ভাতা ঘিরে নানা জটিলতা রয়েছে। সরকার সে বিষয়ে সচেতন এবং নীতিমালা অনুযায়ী কাজ করছে। শহীদদের পরিবার, বিশেষ করে শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুমাইয়ার বোনজামাই বিল্লাল বলেন, ‘সরকার থেকে দেওয়া অনুদান আমরা ঠিকঠাক পেয়েছি কি না—এ বিষয়ে উপদেষ্টা খোঁজ নিয়েছেন। তিনি বলেছেন, আগের অনুদানের পাশাপাশি আরও ১০ লাখ টাকা দেওয়া হবে। মামলার অগ্রগতির বিষয়েও তিনি কথা বলেছেন।’
এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ওই ভবনের ছয়তলায় নানির বাসায় বেড়াতে এসে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারান সুমাইয়া।
শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
৫ ঘণ্টা আগেখুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় খুমেকে ভর্তি হয় সে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
৫ ঘণ্টা আগেময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে