Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে মৎস্য উপদেষ্টা

ঢামেক প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে মৎস্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবার দুপুরে আহতদের দেখতে যান তিনি। 

ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘সহিংসতায় যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই চিকিৎসা সেবা পাচ্ছে। ডাক্তারেরা আন্তরিকভাবে চেষ্টা করছেন। কিছু সমস্যা থাকবেই, কারণ অনেক কিছুর সংকট আছে। সেগুলো আমাদের বুঝতে হবে।’ 

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্রদের দিক থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা ওরা ঘোষণা দেবে। সেটা হচ্ছে, স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করতে বলছে। তাহলে ওই সময় যারা আহত হয়েছে, তাদের আলাদা করা যাবে। ঢাকা মেডিকেলে তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘তবে আরেকটা জরুরি ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ঘাটতি আছে, যদি বার্ন ইউনিটের সঙ্গে ক্যাজুয়ালটি মেলানো যায় তাহলে অনেক কিছু করতে পারবে। সবাইকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু সময় দিতে হবে। উপদেষ্টা পরিষদের সঙ্গে এসব বিষয় নিয়ে বসে কথা বলব। স্বাস্থ্যসেবাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সে ক্ষেত্রে স্পেশালাইজড কেয়ার ইউনিট করা সম্ভব।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছে। ৭৮৬ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ১৬৩ ভর্তি আছে। এর মধ্যে আইসিইউতে আছে ৯ জন। ৩ জনের অবস্থা খারাপ। হাসপাতালে এ পর্যন্ত ১৬৩ জন মারা যান, যার মধ্যে ৭৬ জন ব্রট ডেড (মৃত অবস্থায় আনা হয়)। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’ 

পরিচালক বলেন, ‘ভর্তি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ভর্তি রোগীদের খরচ বহন করা, যেসব ওষুধপত্রসহ মেডিকেল আইটেম দরকার সব সাপ্লাই থাকে না তারপরও রোগীদের ফ্রি অব (বিনা মূল্যে) কষ্ট চিকিৎসা দেওয়ার সংকট ছিল—সেটা আমরা কাটিয়ে উঠেছি। আমরা একটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ড থেকে আহতদের বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত