অনলাইন ডেস্ক
রাজধানীতে চলাচল করা বেসরকারি লাব্বাইক পরিবহনে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। হয়রানির শিকার ওই ছাত্রী বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার বিকেলে তিনি মৌচাক মোড় থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে সে সময় প্রচণ্ড ভিড় ছিল। বাসটি আনসার ক্যাম্প এলাকায় গেলে সেখান থেকে একজন যুবক বাসে ওঠেন।
ছাত্রীর অভিযোগ, বাসে ওঠে ওই যুবক তাঁর পেছনে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ওই যুবক ইচ্ছা করেই তাঁকে স্পর্শ করছেন। বিষয়টি নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করেন। একপর্যায়ে বাসচালক ও হেলপার তাঁকে বাস থেকে নামিয়ে দেন।
ছাত্রী বলেন, ‘আমি জোর করে ওই বাসে আবার উঠি। কিন্তু তারা আমাকে বিশ্রী ভাষায় গালাগাল করে। বাসে থাকা অনেক নারী যাত্রী বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি কাজলা এলাকায় নেমে যাই।’
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তাঁর সহপাঠীদের জানালে স্টামফোর্ড ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী লাব্বাইক পরিবহনের মালিককে অভিযোগ করেন।
তবে কোনো সমাধান না পাওয়ায় আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘বোন তোমার ভয় নেই, সাহস হবে অস্ত্র/অন্যায় হবে ধ্বংস’, ‘বাস-রাস্তা, নারীর জন্য নিরাপদ হোক সব জায়গা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তখন ওই পথে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, বাসে নারীদের সংরক্ষিত আসন নিশ্চিত করে নিরাপত্তা বজায় রাখা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা না করানোর দাবি জানান তাঁরা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি সমাধানে লাব্বাইক পরিবহনের মালিক ও শিক্ষার্থীরা খিলগাঁও থানায় বসেন। ছাত্রীকে হেনস্তাকারী চালক-হেলপার মুচলেকা দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের দাবিগুলো বাসমালিক কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে ছাত্রী হয়রানিকারী যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সে জন্য অজ্ঞাতনামা হিসেবে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
রাজধানীতে চলাচল করা বেসরকারি লাব্বাইক পরিবহনে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। হয়রানির শিকার ওই ছাত্রী বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার বিকেলে তিনি মৌচাক মোড় থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে সে সময় প্রচণ্ড ভিড় ছিল। বাসটি আনসার ক্যাম্প এলাকায় গেলে সেখান থেকে একজন যুবক বাসে ওঠেন।
ছাত্রীর অভিযোগ, বাসে ওঠে ওই যুবক তাঁর পেছনে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ওই যুবক ইচ্ছা করেই তাঁকে স্পর্শ করছেন। বিষয়টি নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করেন। একপর্যায়ে বাসচালক ও হেলপার তাঁকে বাস থেকে নামিয়ে দেন।
ছাত্রী বলেন, ‘আমি জোর করে ওই বাসে আবার উঠি। কিন্তু তারা আমাকে বিশ্রী ভাষায় গালাগাল করে। বাসে থাকা অনেক নারী যাত্রী বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি কাজলা এলাকায় নেমে যাই।’
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তাঁর সহপাঠীদের জানালে স্টামফোর্ড ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী লাব্বাইক পরিবহনের মালিককে অভিযোগ করেন।
তবে কোনো সমাধান না পাওয়ায় আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘বোন তোমার ভয় নেই, সাহস হবে অস্ত্র/অন্যায় হবে ধ্বংস’, ‘বাস-রাস্তা, নারীর জন্য নিরাপদ হোক সব জায়গা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তখন ওই পথে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, বাসে নারীদের সংরক্ষিত আসন নিশ্চিত করে নিরাপত্তা বজায় রাখা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা না করানোর দাবি জানান তাঁরা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি সমাধানে লাব্বাইক পরিবহনের মালিক ও শিক্ষার্থীরা খিলগাঁও থানায় বসেন। ছাত্রীকে হেনস্তাকারী চালক-হেলপার মুচলেকা দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের দাবিগুলো বাসমালিক কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে ছাত্রী হয়রানিকারী যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সে জন্য অজ্ঞাতনামা হিসেবে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে