সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সালামি’ চাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুষার আহমেদের বিরুদ্ধে। রিয়াদ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে।
অপর দিকে তুষার আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে এবং আনিছুর রহমান রিয়াদের আস্থাভাজন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তুষার ও তাঁর দলবল আনিছুর রহমান রিয়াদের সঙ্গে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। আনিছুরের বাবা মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তুষার উপজেলার বিভিন্ন বাজার ও এলাকার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কক্সবাজার, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার নাম করে চাঁদা তোলেন। কয়েক দিন ধরে তিনি ঈদের সালামির নাম করে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছেন। প্রতিবাদ তো দূরে থাক, তাঁদের ভয়ে কেউ মুখ খোলারও সাহস করছে না।
ব্যবসায়ী অজিত ঘোষ বলেন, ‘নির্বাচনের পরপর তুষার কক্সবাজার যাবে, এ জন্য আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। এখন আবার টাকার জন্য চাপ দিচ্ছে। আমাকে সরাসরি এসে বলে তাঁরা এমপি সাহেবের ছেলে আনিছুর রহমান রিয়াদের লোক, রিয়াদ সব জানে।’
আরেক ব্যবসায়ী হরিশ চন্দ সরকার বলেন, ‘ভাই, চাঁদার বিষয় আর কী বলব, নৌকার সাপোর্ট করেও চাঁদা দিতে হয়, বিষয়টি খুব শিগগিরই আমাদের এমপি মহোদয়কে বলব।’ কারা চাঁদা দাবি করে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলে বলব।’
উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, তুষার মাত্র ছয় দিনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হয়েছিলেন, তবে তিনি উপজেলার কোনো কমিটিতে নেই।
তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তুষার আহমেদ। তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কারও কাছ থেকে ঈদের সালামি চাইনি। কেউ বলতে পারবে না।’
অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান রিয়াদের ফোনে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সালামি’ চাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক তুষার আহমেদের বিরুদ্ধে। রিয়াদ মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের ছেলে।
অপর দিকে তুষার আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে এবং আনিছুর রহমান রিয়াদের আস্থাভাজন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তুষার ও তাঁর দলবল আনিছুর রহমান রিয়াদের সঙ্গে যোগ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। আনিছুরের বাবা মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তুষার উপজেলার বিভিন্ন বাজার ও এলাকার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে কখনো কক্সবাজার, কখনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার নাম করে চাঁদা তোলেন। কয়েক দিন ধরে তিনি ঈদের সালামির নাম করে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছেন। প্রতিবাদ তো দূরে থাক, তাঁদের ভয়ে কেউ মুখ খোলারও সাহস করছে না।
ব্যবসায়ী অজিত ঘোষ বলেন, ‘নির্বাচনের পরপর তুষার কক্সবাজার যাবে, এ জন্য আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। এখন আবার টাকার জন্য চাপ দিচ্ছে। আমাকে সরাসরি এসে বলে তাঁরা এমপি সাহেবের ছেলে আনিছুর রহমান রিয়াদের লোক, রিয়াদ সব জানে।’
আরেক ব্যবসায়ী হরিশ চন্দ সরকার বলেন, ‘ভাই, চাঁদার বিষয় আর কী বলব, নৌকার সাপোর্ট করেও চাঁদা দিতে হয়, বিষয়টি খুব শিগগিরই আমাদের এমপি মহোদয়কে বলব।’ কারা চাঁদা দাবি করে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা ফোনে বলা যাবে না, সামনাসামনি হলে বলব।’
উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, তুষার মাত্র ছয় দিনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হয়েছিলেন, তবে তিনি উপজেলার কোনো কমিটিতে নেই।
তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তুষার আহমেদ। তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। কারও কাছ থেকে ঈদের সালামি চাইনি। কেউ বলতে পারবে না।’
অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান রিয়াদের ফোনে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে