নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৯ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৭ মিনিট আগে