Ajker Patrika

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ৫২
রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, মৃত ইউসুফ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের আনসার আলীর ছেলে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বাসায় ভাড়া থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী জানান, রাতে বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কোনো যানবাহন পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ওই গাড়ির নিচেই পৃষ্ট হন তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

এসআই আরও জানান, এ ঘটনায় গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে একাই ছিলেন। 

এদিকে নিহতের বন্ধু শাহিনুর ইসলাম শাহিন জানান, ইউসুফ রাজধানীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন। বর্তমানে অনার্সে ভর্তির চেষ্টায় ছিলেন। তাঁর পরিবারের সবাই গ্রামে থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের দফায় দফায় সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

ডিআরইউর ঘটনা নিয়ে কামাল আহমেদের ফেসবুক স্ট্যাটাস

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত